thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

খিলক্ষেতে পুলিশ-শিবির সংঘর্ষ

২০১৩ ডিসেম্বর ১২ ২০:২২:০৮
খিলক্ষেতে পুলিশ-শিবির সংঘর্ষ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেতের নামাপাড়া এলাকায় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

তবে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অস্বীকার করে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের হোসেন দ্য রিপোর্টকে জানান, সংঘর্ষের কোনো ঘটনা হয় নি। তবে ভাঙচুর ও অগ্নি-সংযোগের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আসার পূর্বেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবিরকর্মীরা নামাপাড়া এলাকায় ভাঙচুর ও অগ্নি-সংযোগ শুরু করে। এ সময় তারা কয়েকটি দোকান ভাঙচুর ও ২টি সিএনজি অটোরিক্সায় আগুন দেয়। এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য ১৫/২০টি ককটেলেরও বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে শিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এএইচএ-এনইউডি/এমএইচও/এমডি/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর