thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

উদ্যোক্তা সৃষ্টিতে মডেল তৈরি করতে চায় ঢাকা চেম্বার

২০১৩ ডিসেম্বর ১২ ২০:১২:৩৬
উদ্যোক্তা সৃষ্টিতে মডেল তৈরি করতে চায় ঢাকা চেম্বার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০০০ নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে মডেল তৈরি করতে চায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এজন্য সল্প সুদে ১০০ কোটি টাকার ফান্ড গঠন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ডিসিসিআই এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর মধ্যে বৃহস্পতিবার এক সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা চেম্বার সভাপতি সবুর খান এসব কথা বলেন। ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান, আইডিইবি’র সভাপতি এ কেএমএ হামিদ নিজ নিজ পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম হামিদ প্রধান অতিথি এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যাবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন।

সবুর খান জানান, প্রতি বছর বাংলাদেশে ২০ লাখ মানুষ গ্রাজুয়েশন নিয়ে আসছে। এদের মধ্যে ১০ লাখ মানুষের চাকরির সুযোগ পাচ্ছে। বাকিরা বেকার থেকে যাচ্ছে। ঢাকা চেম্বার এসব শিক্ষিত মানুষকে চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা তৈরির প্রজেক্ট হাতে নেয়।

সমঝোতা চুক্তি অনুযায়ী ২০০০ নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে দেশের শহর ও গ্রামাঞ্চলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের মধ্যে থেকে ৫০০ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা এবং ২০১৫ সালের মধ্যে ১০০০ জন্য নতুন উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে।

সবুর খান জানান, সফল উদ্যোক্তা হওয়ার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা যেমন- পুঁজি, প্রশিক্ষণ, ব্যবসায়িক যোগাযোগ প্রভৃতি নিরসনের লক্ষ্যে ঢাকা চেম্বার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। এছাড়াও তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-এর শিক্ষা কারিকুলামে উদ্যোক্তা তৈরির বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম হামিদ উদ্যোক্তা উন্নয়নে যে কোনো ধরনের অনুষ্ঠান পাক্ষিক ভিত্তিতে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রসারের জন্য ২৫ মিনিট বরাদ্দ রাখার ঘোষণা দেন।

বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘ঢাকা চেম্বার নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ এ কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেছে।’

তিনি নতুন উদ্যোক্তাদেরকে নিজেদের ব্যবসার ধরনের ওপর বিস্তারিত ধারণা লাভের পরামর্শ প্রদান করেন। তিনি জানান, নতুন উদ্যোক্তাদের জন্য ব্যাংক সেবা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংক ১০০ কোটি টাকার বিশেষায়িত তহবিল গঠন করার লক্ষ্যে কাজ করছে।

(দ্য রিপোর্ট/এআই/এনডিএস/ডিসেম্বর ১২,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর