thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সেনাসদস্যের হাত ভেঙ্গে দিয়েছে জামায়াত

২০১৩ ডিসেম্বর ১২ ২০:২৮:২০
সেনাসদস্যের হাত ভেঙ্গে দিয়েছে জামায়াত

সাতক্ষীরা সংবাদদাতা : জেলার কলারোয়ায় এক সেনাসদস্যকে মারধর করে তার একটি হাত ভেঙ্গে দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। সদর উপজেলার লাবসা ইউনিয়নের মথুরাপুরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সেনাসদস্যের নাম জলিলুর রহমান (৩৮)। তিনি ল্যান্স কর্পোরাল হিসেবে ৩২ বেঙ্গল রেজিমেন্টে যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি কলারোয়া উপজেলার নাকিলা গ্রামের চাঁদ আলীর ছেলে ও সাতক্ষীরা-১ আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার মুজিবের ভাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক দ্য রিপোর্টকে জানান, ঘটনায় সম্পৃক্ত শিবিরকর্মীদের আটকের চেষ্টা চলছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. তৌহিদুজ্জামান দ্য রিপোর্টকে জানান, তার বাম হাত ভেঙ্গে গেছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

আহত জলিলুর দ্য রিপোর্টকে জানান, তিনি ছুটিতে বাড়িতে আসছিলেন। সদর উপজেলার লাবসা ইউনিয়নের মথুরাপুর নামকস্থানে এলে শিবিরকর্মীরা তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে মারধরের পাশাপাশি বাম হাত ভেঙ্গে দেওয়া হয়। এছাড়াও তার মোটরসাইকেল ভাঙচুর করে তারা।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর