thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে শ্রীলঙ্কা

২০১৩ ডিসেম্বর ১২ ২০:৪৫:২২
বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে শ্রীলঙ্কা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল সিরিজ না খেলে দেশে চলে যাওয়ায় এখন বাংলাদেশের ওপর নজর রাখছে বিশ্ব ক্রিকেট। জানুয়ারিতে যেহেতু সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। এজন্য সবার আগে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করছে তারা।

লঙ্কান ক্রিকেট বোর্ডের সেক্রেটারি নিসান্থা রানাতুঙ্গা ইএসপিএন-ক্রিকইনফোকে এমনটাই জানিয়েছেন।

আগামী ২৪ জানুয়ারি বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। সফরে ২ টেস্ট, ২ টোয়েন্টি২০ ও ৩ ওয়ানডের সিরিজ খেলবে দলটি। এরপরই রয়েছে এশিয়া কাপ আছে।

এ বিষয়ে রানাতুঙ্গা বলেছেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এরপর সফরের বিষয়ে সিদ্ধান্ত নেব। এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাইনা। যেহেতু বাংলাদেশ এশিয়ার দেশ। আমাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক। আমরা বাংলাদেশের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি। জানেন তো, এর আগে পাকিস্তানে খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে আমাদের।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘দেশে যে পরিস্থিতি এখন তা রাজনৈতিক কারণে হচ্ছে। জানুয়ারির মধ্যেই সব ঠিক হয়ে যাবে। জানুয়ারির শেষ দিকে আসবে শ্রীলঙ্কা। এরপর আছে এশিয়া কাপ। আশা করি এর আগেই সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর