thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

বিশ্বব্যাপী ক্যান্সার রোগী এক কোটি ৪০ লাখ ছাড়িয়েছে

২০১৩ ডিসেম্বর ১২ ২২:৪৪:১২
বিশ্বব্যাপী ক্যান্সার রোগী এক কোটি ৪০ লাখ ছাড়িয়েছে

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটি ৪০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। ২০২৫ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে এক কোটি ৯৩ লাখে পৌঁছাতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। খবর আলজাজিরার।

হু’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে ক্যান্সার আক্রান্তের সংখ্যা ছিল এক কোটি ২৭ লাখ। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত শুধু স্তন ক্যান্সারেই আক্রান্ত হয়েছে ১৭ লাখ নারী। যা বেড়েছে প্রায় ২০ শতাংশ। বৃহস্পতিবার হু’র ক্যান্সার নিয়ে গবেষণাকারী আন্তর্জাতিক সংস্থা (আইএআরসি) এ প্রতিবেদন প্রকাশ করেছে।

২০১২ সালে ক্যান্সারে আক্রান্ত রোগীদের মৃত্যুর পরিমাণ বেড়ে ৮২ লাখে পৌঁছেছে। ওই বছর স্তন ক্যান্সারে মারা গেছে ৫ লাখ ২২ হাজার নারী। মারা যাওয়া নারীদের বেশিরভাগই অনুন্নত দেশের বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

আইএআরসি বিশ্বের ১৮৪টি দেশে গবেষণা চালিয়ে ২৮ ধরনের ক্যান্সার শনাক্ত করেছে। আফ্রিকা অঞ্চলে ক্যান্সার আক্রান্তের হার বেশি বলেও জানিয়েছে তারা।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর