thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

অবশেষে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি হচ্ছে না

২০১৩ ডিসেম্বর ১২ ২২:৫১:১৩
অবশেষে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি হচ্ছে না

কলকাতা প্রতিনিধি : বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত পুনর্নির্ধারণ চুক্তির সম্ভাবনা প্রায় নেই বলেই এক রকম স্বীকার করে নিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ৷ বুধবার দেশটির পার্লামেন্ট চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমান্ত যে জায়গায় ছিল, সেখানেই আছে৷’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমি মমতার সঙ্গে অবশ্যই কথা বলব৷’

মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে, তার সঙ্গে কথা বলছেন না কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘অবশ্যই বলব৷ আমার ভুলটা কোথায় হয়েছে এটা জানতে হবে।’

তবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি আর এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলতে আগ্রহ বোধ করছেন না৷

সংসদের শীতকালীন অধিবেশন শেষ হতে আর কিছুদিন বাকি৷ বিরোধীদের হট্টগোলের মধ্যে এ পর্যন্ত সংসদে একদিনও কাজ হয়নি৷ আগামী দিনগুলিতেও তেমন কোনো কাজ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আর হলেও বাংলাদেশের সঙ্গে সীমান্ত পুনর্নির্ধারণ বিল পাশ হওয়ার সম্ভাবনা প্রায় নেই।

মমতা মঙ্গলবার সেন্ট্রাল হলে বলেছেন, ‘আমার সঙ্গে সালমান কথা বলেননি৷ বললেও কোনও লাভ হবে না৷ আমার মত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই৷’

শুধু মমতাই নন, বিজেপি ও অসম গণ পরিষদও এই বিলের বিপক্ষে। ভারতে সংবিধান সংশোধন বিলে দুই-তৃতীয়াংশ সাংসদের সমর্থন প্রয়োজন হয়৷ সরকারের একার পক্ষে সেটা সম্ভব নয়। তাই এ বিলটি এবারও পাশ হওয়ার সম্ভাবনা নেই।

এছাড়া বর্তমান লোকসভার মেয়াদও শেষ হয়ে এসেছে৷ শীতকালীন অধিবেশনের পর আগামী বছর একটি সংক্ষিপ্ত অধিবেশন হবে, যেখানে সরকারি খরচ চালানোর জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হবে৷ ওই অধিবেশনে অন্য কোনো বিল পাশ হওয়ার সম্ভাবনা নেই৷

এদিকে বাংলাদেশকে প্রতিশ্রুতি দিয়েও তা রাখতে পারছেন না প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ এ নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গেও তার টানাপোড়েন চলছে।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর