thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

চট্টগ্রামে শিবিরের গুলিতে এসআইসহ আহত ৫

২০১৩ ডিসেম্বর ১৩ ০০:৩১:২০
চট্টগ্রামে শিবিরের গুলিতে এসআইসহ আহত ৫

চট্টগ্রাম সংবাদদাতা : বন্দর নগরীর বেপারিপাড়া এলাকায় কর্তব্যরত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে শিবিরকর্মীরা। এতে ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।


অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এস এম তানভির আরাফাত দ্য রিপোর্টকে জানান, বেপারিপাড়ায় ১০ পুলিশ সদস্য ডিউটিরত ছিলেন। এ সময় মোটরসাইকেলে দুই শিবিরকর্মী তাদের লক্ষ্য করে ১০-১২ রাউন্ড এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়।

তিনি আরো জানান, গুলিতে কর্তব্যরত এসআই সাইফুল মাথায় গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আহত হন আরো ৫ পুলিশ সদস্য। আহতাবস্থায় তাদের উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর