thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কলারোয়ায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ১৩ ০১:২৪:৩৮
কলারোয়ায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা সংবাদদাতা : জেলার কলারোয়া উপজেলার গোপিনাথপুরে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১টায় এ ঘটনা ঘটে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজিজুর রহমান আনু (৫৩) কলারোয়া উপজেলার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি আরো জানান, সাত-আটজন মুখোশধারী দুর্বৃত্ত রাত ১টার দিকে আজিজুর রহমানের বাসায় গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তোলে। পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

শাহা দারা খান জানান, ঘটনা শোনার পর তিনি ঘটনাস্থলের দিকে রওনা দেন। দুর্বৃত্তরা পরে আওয়ামী লীগকর্মী রুস্তম আলীর বাড়িতে হানা দেয়। এ সময় তাকে না পেয়ে তারা তার অন্তঃসত্ত্বা মেয়েকে মারধর করে বলেও ওসি জানান।

(দ্য রিপোর্ট/এমআর/এমএআর/এইচএসএম/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর