thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বাঁশখালীতে রেজিস্ট্রি অফিসসহ দোকানে আগুন

২০১৩ ডিসেম্বর ১৩ ০১:৪৭:০৭
বাঁশখালীতে রেজিস্ট্রি অফিসসহ দোকানে আগুন

চট্টগ্রাম সংবাদদাতা : কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর চট্টগ্রামের বাঁশখালীর সরকারি সাব-রেজিস্ট্রি অফিসসহ বেশ কয়েকটি দোকানে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা।

স্থানীয় সাংবাদিক মহিবুল্লা ছানুবী জানান, কালীপুরে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে আগুন দেয় দুষ্কৃতকারীরা। একই সঙ্গে পাশের সরদার আমিন হাট এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুরের একটি ফার্মেসিসহ অন্তত ৭-৮টি দোকানে আগুন ধরিয়ে দেয়। এছাড়া জামায়াত-শিবিরের নেতাকর্মীরা বাঁশখালীতে বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করছে।

বাঁশখালী থানার ওসি কামরুল হুদা জানান, জামায়াত-শিবির সাব-রেজিস্ট্রি অফিসসহ বেশ কিছু দোকান পুড়িয়ে দিয়েছে। দুষ্কৃতকারীদের ধরার চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর