thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সাতক্ষীরায় ভাঙচুর, অগ্নিসংযোগ

২০১৩ ডিসেম্বর ১৩ ০২:১৫:২৩
সাতক্ষীরায় ভাঙচুর, অগ্নিসংযোগ

সাতক্ষীরা সংবাদদাতা : জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর জেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে জামায়াত-শিবিরকর্মীরা।

জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজারে তিনটি মুদি দোকানসহ পাঁচটি দোকানে ভাঙচুর চালায় তারা। পরে দোকানগুলোতে আগুন ধরিয়ে দেয় জামায়াতকর্মীরা।

এছাড়া আশাশুনির বুধহাটা বাজারে স্থানীয় আওয়ামী লীগ অফিস ভাঙচুরসহ আওয়ামী লীগ সভাপতি আক্তারুজ্জামানের দোকান, চন্দন দেবনাথ ও তরুন ঘোষের দুটি কাপড়ের দোকানের মালামাল লুট করে অগ্নিসংযোগ করে তারা। কুল্লার মোড়ে শ্রমিক লীগের অফিসসহ কয়কেটি দোকান ভাঙচুরেরও খবর পাওয়া গেছে।

সদরের কাথন্ডা বিশ্বাস বাড়ির আব্দুল জলিলের বাড়ি, সরদারপাড়ার শাহীনের বাড়ি, প্রাথমিক বিদ্যালয়ের পাশে মান্নানের দোকান, মুক্তিযোদ্ধা ঈমাম আলীর দোকান ভাঙচুরসহ কাথন্ডা বাজারের বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে জামায়াত-শিবিরকর্মীরা।

এছাড়া সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা থেকে মাধবকাটির বিভিন্ন স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। পাটকেলঘাটা-তালা সড়কের কয়েকটি স্থানেও গাছ ফেলে অবরোধ করে রেখেছে জামায়াত-শিবির।

এছাড়া জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি ককটেলও ফোটানো হয়েছে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, পুলিশ, বিজিবি ও র‌্যাবের একাধিক টিম মাঠে রয়েছে। তারা আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএআর/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর