thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘নৈতিকতা বোধ থাকলে আজকেই পদত্যাগ করতেন’

২০১৩ অক্টোবর ২৪ ১৯:১৯:১২
‘নৈতিকতা বোধ থাকলে আজকেই পদত্যাগ করতেন’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক: ‘আজকের দিন সরকারের শেষ দিন। যদি আপনাদের নৈতিকতা বোধ থাকতো তাহলে আজকেই পদত্যাগ করতেন।’

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমাবেশে এমন কথা বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের কাছে দেশের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ নয়। তাদের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এতো দিন তারা বলে এসেছেন আমরা কোন ফর্মুলা দিই না, সংসদে কথা বলি না। এখন যখন ফর্মূলা দিয়েছি, সংসদে তা উপস্থাপন করেছি তখন তারা বলে এটি নাকি সাংবিধানিক না। আপনারা যদি নিজেরা সংবিধান পরির্বতন করে রাখেন তাহলে কিভাবে সাংবিধানিক হবে। আমাদের প্রস্তাবটাকে সংবিধানে যুক্ত করলেই তো সাংবিধানিক হয়ে যাবে।’

শুক্রবারের সমাবেশ সম্পর্কে ফখরুল বলেন, ‘অনুমতি দেয়া না দেয়া কোন বিষয় না। আগামীকাল দলের কার্যালয়ের সামনে দুপুর দুইটায় দলের নেত্রী জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। সেখানেই সব কথা হবে।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির চেয়ারপার্সন যে প্রস্তাব দিয়েছেন তা দেশে-বিদেশে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে প্রশংসা পেয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী দিনাজপুর গিয়ে বলছেন উল্টা কথা। তাকে বলতে চাই প্রধানমন্ত্রী কোন ব্যক্তির নাম না। একটি পদের নাম। নিজের সম্মান নিজে রক্ষা করুন। দাবি কিভাবে আদায় করতে হয় তা আমাদের জানা, দাবি আদায় অবশ্যই হবে।”

(দিরিপোর্ট২৪/আরএইচ/ এমডি/ অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর