thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আইন-শৃঙ্খলা উন্নতির আশাবাদ সিইসির

২০১৩ ডিসেম্বর ১৩ ০২:১৬:১৯
আইন-শৃঙ্খলা উন্নতির আশাবাদ সিইসির

দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ।

সিইসি বলেন, গণমাধ্যমের মাধ্যমে জেনেছি দেশের কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। শিগগিরই এর অবসান হবে বলে আমরা মনে করছি।

নির্বাচন কমিশন থেকে বের হওয়ার সময় বৃহস্পতিবার রাত আটটায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সশস্ত্রবাহিনী মোতায়েন করার ব্যাপারে তিনি বলেন, এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলেই তাদের ডাকা হবে। তবে কিছু দুর্গম স্থানের পরিস্থিতি বিবেচনা করে আগে থেকেই সেনা মোতায়েন করার কথা ভাবছেন বলেও জানান তিনি।

জাতীয় পার্টির প্রার্থীদের প্রতীক না দেওয়ার অনুরোধের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ ব্যাপারে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এ বলা হয়েছে রিটার্নিং অফিসারগণ প্রতীক বরাদ্দ দেবেন। তারাই (রিটার্নিং) আইন অনুসারে সিদ্ধান্ত নেবেন।

একদলীয় নির্বাচনের দিকে ইসি যাচ্ছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, নির্বাচন অনুষ্ঠানের আগেই এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

ব্রিটিশ মন্ত্রী ওয়ারসির সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে। তিনি এসেছেন সবার সঙ্গে আলোচনা করবেন।

(দ্য রিপোর্ট/এমএস/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর