thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

দুই ঘণ্টা বন্ধের পর রেল যোগাযোগ শুরু

২০১৩ ডিসেম্বর ১৩ ০২:২৪:৪৭
দুই ঘণ্টা বন্ধের পর রেল যোগাযোগ শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। কমলাপুর রেলওয়ের নিরাপত্তা বাহিনীর প্রধান পরিদর্শক (সিআই) মুজিবুর রহমান দ্য রিপোর্টকে জানান, ‘ঢাকার কমলাপুর থেকে সারাদেশের দুই ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর আবার তা চালু হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।’

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামী নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর সরকারি সিদ্ধান্তে রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছিল বলে জানা যায়। পরবর্তীতে অবস্থা স্বাভাবিক বিবেচনায় পুনরায় রেল যোগাযোগ চালুর কথা জানান রেল কর্তৃপক্ষ।

(দ্য রিপোর্ট/বিকে/ এমডি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর