thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ইয়েমেনে বিমান হামলায় নিহত ১৫

২০১৩ ডিসেম্বর ১৩ ০৩:০১:২৭
ইয়েমেনে বিমান হামলায় নিহত ১৫

দ্য রিপোর্ট ডেস্ক : ইয়েমেনের কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, দেশটিতে একটি বিমান হামলা লক্ষ্যচুত হলে ১৫ জন নিহত ও পাঁচ জন আহত হয়েছে। তারা জানিয়েছে, বিয়ের যাত্রীদের একটি গাড়িবহরকে আল-কায়েদার গাড়িবহর ভেবে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

দেশটির মধ্যাঞ্চলীয় আল-বায়দা প্রদেশে কী ধরনের বিমান থেকে এই হামলা চালানো হয়েছে কর্মকর্তারা সেটি নিশ্চিত করতে পারে নি। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এটা ড্রোন বা মনুষ্যবিহীন বিমান ছিল।

একজন কর্মকর্তা জানিয়েছেন, একটি বিমান হামলা লক্ষ্যচূত হয়ে বিয়ের যাত্রী বহনকারী একটি গাড়িবহরে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দশ জন নিহত হয়। তবে অপর পাঁচ জনকে হাসপাতালে নেওয়া হলে তারা মারা যায়।

হিউম্যান রাইটস ওয়াচ গত আগস্টে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় বহু লোক নিহত হয়েছে। তারা জানিয়েছে, এই ছয় বার ড্রোন হামলায় সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি)-র বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দেশটিতে ড্রোন হামলা বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্র সংস্থাটিকে ইসলামপন্থী সশস্ত্র নেটওয়ার্কের সবচেয়ে সক্রিয় সংগঠন হিসেবে উল্লেখ করেছে।

ইয়েমেনের দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলে অস্ত্রধারীদের বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায় খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে। কেননা ইয়েমেন বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের পাশেই অবস্থিত।

(দ্য রিপোর্ট/আদসি/এইচএসএম/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর