thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

গণজাগরণ মঞ্চের প্রতিক্রিয়া

‘চলমান বিচারও যেন দ্রুত শেষ হয়’

২০১৩ ডিসেম্বর ১৩ ০৩:০৮:১৩
‘চলমান বিচারও যেন দ্রুত শেষ হয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির পর বৃহস্পতিবার রাতে শাহবাগে দ্য রিপোর্ট –এর কাছে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ও ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট মারুফ রসূল।

ডা. ইমরান এইচ সরকার

‘আজ আবারো প্রমাণিত হল বাংলার মাটিতে রাজাকারদের কোনো স্থান নেই। বাংলাদেশ নতুন পরিচয়ে আজ থেকে পরিচিত হবে। আমাদের আন্দোলন আরো জোরালো হবে, যাদের শাস্তি এখনও পর্যন্ত কার্যকর হয়নি, তাদের শাস্তি যেন যত দ্রুত কার্যকর হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার চলমান আছে, তাদের বিচারও যেন দ্রুত সম্পন্ন হয়।

মুক্তিযোদ্ধাদের অর্জনের কাছে আমাদের আজকের অর্জনটি কিছুই না। মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন-সার্বভৌম দেশ দিয়েছেন। আমরা তো পরবর্তী প্রজন্ম হিসেবে এই আন্দোলনটি করতেই পারি।’

মারুফ রসূল

‘এখন আমরা এক স্বর্গীয় তৃপ্তি অনুভব করছি। সরকার ও বিরোধী দলসহ যারা গণজাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে নানা সমালোচনা করেছেন তারা আজ তাদের জবাব পেয়ে গেছেন।’

(দ্যরিপোর্ট/এসআর/এইচএস/এইচএসএম/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর