thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘জেনেভা চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করবে ইরান’

২০১৩ ডিসেম্বর ১৩ ০৩:৫৯:৩৩
‘জেনেভা চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করবে ইরান’

দ্য রিপোর্ট ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, জেনেভা চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। এ সময় তিনি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত পরমাণু চুক্তির ভুল ব্যাখ্যা দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। খবর রয়টার্সের।

ইরান সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক সাক্ষাতে তিনি বলেছেন, ওই চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ ইরানের পরমাণু অধিকারকে পশ্চিমা বিশ্ব পুরোপুরি মেনে নিয়েছে। তিনি বলেন, অন্য কোনো দেশ যদি ওই চুক্তির ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে তাহলে পরস্পরের প্রতি আস্থা সৃষ্টির প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে।

রুহানি বলেন, ইরান জেনেভা চুক্তি অনুযায়ী দেশের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায়। আর তেহরান শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহার করতে চায়। তাই এ ব্যাপারে পশ্চিমা বিশ্বের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।

জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানীর সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী গত ২৪ নভেম্বর ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তী পরমাণু চুক্তি স্বাক্ষর করে। ইরানের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সৃষ্ট গত দশ বছরের সংকট নিরসনের লক্ষ্যে একটি সর্বাত্মক চুক্তিতে উপনীত হওয়াই ছিল ওই চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্য।

ওই চুক্তি অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমিত করার বিষয়টি মেনে নেয়। আর এর বিনিময়ে ইরানের ওপর থেকে আগামী ছয় মাসের জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয় পশ্চিমা বিশ্ব।

(দ্য রিপোর্ট/আদসি/এইচএসএম/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর