thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘আত্মঘাতী হামলা গুরুতর অপরাধ’

২০১৩ ডিসেম্বর ১৩ ০৫:৩৬:১৫
‘আত্মঘাতী হামলা গুরুতর অপরাধ’

দ্য রিপোর্ট ডেস্ক : সৌদি আরবের সর্বোচ্চ এক ধর্মীয় নেতা আত্মঘাতী বোমা হামলাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। তিনি কঠোর ভাষায় এই ধরনের কর্মকাণ্ডের সমালোচনা করে এটির বিরুদ্ধে আবারও তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। খবর আলজাজিরার।

ওই নেতা শেখ আব্দুলাজিজ আল-শেখ সৌদি আরবের কট্টরপন্থি হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আত্মহত্যা করা একটি মহাঅপরাধ ও পাপ। যারা বিস্ফোরকের সাহায্যে আত্মহত্যা করে তারা অপরাধী। আর এর মাধ্যমে তারা দ্রুত জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে।’

প্রায় দুই মাস আগে সৌদি সরকার শেখ আব্দুলাজিজকে প্রধান ধর্মীয় নেতা হিসেবে নিয়োগ দেন। আর নিয়োগ পাওয়ার পর পরই তিনি সৌদি নাগরিকদের সিরিয়ায় না যেতে আহ্বান জানান।

ওই ধর্মীয় নেতা আত্মঘাতী বোমা হামলার বিষয়ে নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানে এ ধরনের হামলা সচরাচর ঘটে থাকে।

সিরিয়ার সরকার বিরোধীদের সৌদি আরব ব্যাপকভাবে সমর্থন করে। কিন্তু সৌদির এই ভয়ও আছে যে দেশটির নাগরিক হয়ত সিরিয়ায় যুদ্ধ শেষে তারাই না আবার দেশটির সরকারের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।

(দ্য রিপোর্ট/আদসি/এইচএসএম/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর