thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

শুটিং করতে পারছেন না তানিয়া

২০১৩ ডিসেম্বর ১৩ ০৬:১৯:৪২
শুটিং করতে পারছেন না তানিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : অভিনেত্রী তানিয়া মৃধা শুটিং করতে পারছেন না। তাই শিডিউল জটিলতায় পড়েছে বেশ কয়েকজন পরিচালকের নাটক।

এ প্রসঙ্গে তানিয়া মৃধা বলেন, ‘হঠাৎ মাইগ্রেনের সমস্যার কারণে সব ধরনের শুটিং বন্ধ করে দিয়েছি। দুইটি ধারাবাহিকে শিডিউল দেওয়া ছিল। কিন্তু অসুস্থতার কারণে শুটিংয়ে অংশ নিতে পারছি না।’

মৃদুল হোসাইনের ‘বিন্দু তোমায় ভালোবাসি’ ও শিমুল মল্লিকের ‘উজান দেশের গল্প’ ধারাবাহিক দুটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তানিয়া। অসুস্থতার কারণে তিনি নাটক দুইটির শুটিংয়ে অংশ নিতে পারছেন না।

এ ছাড়া আরো দুটি এক ঘণ্টার নাটকেও তার অভিনয়ের কথা ছিল। তানিয়ার জন্য সেগুলোর তারিখও পরিবর্তন করতে হয়েছে।

মাইগ্রেনের সমস্যার কারণে টানা তিন সপ্তাহ বিশ্রামে আছেন তানিয়া। ডাক্তারের পরামর্শেই তার এ বিশ্রাম।

তানিয়া মৃধা অভিনীত ধারাবাহিক ‘যৈবতি কন্যা’ প্রচারিত হচ্ছে আরটিভিতে। এ নাটকে আহমেদ রুবেলের বিপরীতে অভিনয় করেছেন তানিয়া।

(দ্য রিপোর্ট/ আইএফ/এইচএসএম/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর