thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কাদের মোল্লার ফাঁসি, গোপালগঞ্জে আনন্দ মিছিল

২০১৩ ডিসেম্বর ১৩ ০৯:০৫:৪৭
কাদের মোল্লার ফাঁসি, গোপালগঞ্জে আনন্দ মিছিল

গোপালগঞ্জ সংবাদদাতা : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় গোপালগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ, শহর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন।মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাদের মোল্লার ফাঁসি কার্যককরের খবর শোনার সঙ্গে সঙ্গেই বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ শহরে আনন্দ মিছিল বের করা হয়। স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোপালগঞ্জ শহর।

গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগ, পোস্ট অফিস মোড় থেকে শহর আওয়ামী লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষও যোগ দিয়ে বিজয়ের মাসের বিজয় আনন্দ প্রকাশ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. আক্রামুজ্জামান আক্রাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম হাসান কবীর সানু, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, যুবলীগের জায়েদ মাহমুদ বাপ্পী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহসীন সিকদার, যুগ্ম আহবায়ক তাসবিরুল হুদা প্রমুখ। এ ছাড়া বিভিন্ন উপজেলা ও গ্রাম পর্যায়েও আনন্দ মিছিল বের করা হয়।

(দ্য রিপোর্ট/এসবিএম/এফএস/এএস/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর