thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কলারোয়ায় আ.লীগের আরও এক নেতাকে কুপিয়ে হত্যা

২০১৩ ডিসেম্বর ১৩ ০৯:৩৯:৩৩
কলারোয়ায় আ.লীগের আরও এক নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মেহেদী হাসান জজকে (৩৪) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মেহেদী হাসান জজ কলারোয়া উপজেলার গাজনা গ্রামের নিজামউদ্দিনের ছেলে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে রাত ১টার দিকে একই উপজেলার আওয়ামী লীগ আজিজুর রহমান আজুকে (৫৩) ঘুম থেকে ডেকে তুলে মুখোশধারী ১০-১২ সশস্ত্র দুর্বৃত্ত পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ নিয়ে ওই উপজেলায় দুজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হলো।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায়ের পর রাত দেড়টার দিকে ১৫-২০ জন মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তরা যুবলীগ নেতা মেহেদী হাসান জজের সরশকাঠি বাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে তাকে ধরে নিয়ে যায়। সেখান থেকে আধা কিলোমিটার দূরে ক্ষেত্রপাড়ায় নিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে মৃতদেহ ফেলে যায়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান পৃথক এ হত্যার ঘটনা নিশ্চিত করেন।

(দ্য রিপোর্ট/এমআর/রা/এএস/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর