thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ঝিনাইদহে ২৫ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

২০১৩ ডিসেম্বর ১৩ ১০:২০:২৩
ঝিনাইদহে ২৫ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় সামন্তা ও ইসলামপুর গ্রামে ২৫ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাদের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৬ জন। এ ছাড়া জেলা সদর উপজেলার দিঘেরপাড় ও বৈডাঙ্গা বাজারে ৮টি ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর রাত ১টার দিকে মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউনিয়নের সামন্তা গ্রামে আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন, আজিবার রহমান, রবিউল ইসলাম, আনিসুর রহমানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। একই সময় পাশের গ্রাম ইসলামপুরের ইউপি মেম্বর রজব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম উদ্দীনের ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ কমপক্ষে ২৫ বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

ইউপি মেম্বর রজব আলী ও সিরাজ মাস্টারের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। কেউ ভয়ে কথা বলতে চাচ্ছে না।

কাজীরবেড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম সেলিম রেজা অভিযোগ করেন, আমার বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, মোটরসাইকেলসহ সব পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা।

তিনি আরও অভিযোগ করেন, রাতের অন্ধকারে তারা ইসলামপুর ও সামন্তা গ্রামের ২৫- ৩০ বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে ১২টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠা সম্পূর্ণ পুড়ে গেছে।

মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, রাতের অন্ধকারে জামায়াত-শিবিরের কর্মীরা সামান্তা ও ইসলামপুর গ্রামের আওয়ামী লীগ নেতাকর্মী ও ইউপি সদস্যদের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেখানে পুলিশ সদস্যরা আছে ও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

(দ্য রিপোর্ট/টিএম/এএস/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর