thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সাতক্ষীরায় স্কুলছাত্রকে গুলি করে হত্যা

২০১৩ ডিসেম্বর ১৩ ১০:৩৪:০০
সাতক্ষীরায় স্কুলছাত্রকে গুলি করে হত্যা

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় অপহরণের পর এক স্কুলছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ৯টায় সদর উপজেলার বলাডাঙ্গা দীঘিরপাড় থেকে ওই স্কুলছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুলছাত্রের নাম রিয়াদ হাসান (৯)। সে সদর উপজেলার কাসেমপুর কুচপুকুরের জিয়াউর রহমান ডাবলুর ছেলে। কদমতলা কিন্ডারগার্ডেন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল রিয়াদ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক ঘটনা নিশ্চিত করে জানান, কি কারণে কারা ওই স্কুলছাত্রকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

অ্যাডভোকেট আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার শ্যালক জিয়াউর রহমান ডাবলুর একমাত্র ছেলে রিয়াদ রাস্তায় সাইকেল চালাচ্ছিল। এ সময় একটি মটরসাইকেলে দু’জন রিয়াদকে অপহরণ করে নিয়ে যায়। এর পর তার আর সন্ধান পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এমআর/এসবি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর