thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

চট্টগ্রামে গাছ কেটে সড়ক অবরোধ

২০১৩ ডিসেম্বর ১৩ ১০:৫৫:৫২
চট্টগ্রামে গাছ কেটে সড়ক অবরোধ

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার এবং বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কে শত শত গাছ কেটে ফেলে রেখেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এতে চট্টগ্রাম-কক্সবাজার এবং বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর থেকে শুক্রবার ভোর পর্যন্ত এসব গাছ কাটা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর সাতকানিয়ায় ভূমি অফিসে আগুন দেওয়ার চেষ্টা করে জামায়াত-শিবির কর্মীরা। তবে পুলিশ ও বিজিবি প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে তারা। এ ছাড়া বান্দরবান-কেরানীহাট সড়কের ১নং ব্রিজের পাটাতন খুলে ফেলেছে জামায়াত-শিবির। বড়দোয়ারা, দস্তিদারহাট, ডেলীপাড়া, বাজালিয়া এলাকায় অর্ধশতাধিক গাছ কেটে রাস্তায় ফেলেছে জামায়াত-শিবির।

সাতকানিয়া থানার ডিউটি অফিসার নজরুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নাশকতা শুরু করলে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সাতকানিয়া থানার ওসি আবদুল লতিফ জানান, শুক্রবার সকাল থেকে সড়কের কিছু অংশে এখনো গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে, তা সরানোর চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

অপরদিকে সকালে লোহাগাড়া উপজেলা সদর থেকে মিছিল বের করে জামায়াত-শিবির। এ সময় তারা উপজেলা সদর থেকে চকরিয়ার আজিজনগর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় রাস্তার পাশের শত শত গাছ কেটে ফেলে রেখেছে।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, শত শত গাছ কেটে রাস্তায় গাছ ফেলে রাখায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোর থেকে গাছগুলো সরানোর কাজ চলছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর