thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পিরোজপুরে গুলিতে শিবিরকর্মী নিহত

২০১৩ ডিসেম্বর ১৩ ১১:০৫:৪৩
পিরোজপুরে গুলিতে শিবিরকর্মী নিহত

পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুর জিয়ানগর উপজেলার ঘোষেরহাটে জাময়াত-শিবিরের মিছিলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে শুকুর আলী (২০) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জিয়ানগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ঘোষেরহাটে গুলিতে শুকুর নামে একজন মারা গেছে বলে তিনি শুনেছেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল হাই অভিযোগ করেন, মিছিলে আওয়ামী লীগের কর্মীরা শটগানের গুলি ছোড়ে। এতে শিবিরকর্মী শুকুর নিহত হয়। এ সময় আরও ৬ জন গুলিবিদ্ধ হয়।

তিনি জানান, নিহত শুকুরের বাড়ি উপজেলার কালাইয়া গ্রামে। তার বাবার নাম সিদ্দিক হাওলাদার।

পত্তাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোবারক আলী হাওলাদার বলেন, আওয়ামী লীগ মিছিলে কোন গুলি করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার‌্যকর হওয়ার পর জামায়াত-শিবিরকর্মীরা ঘোষেরহাট এলাকায় বিক্ষোভ মিছিল করে দোকানপাট ভাঙচুর করে। এ সময় দুর্বৃত্তরা মিছিলে গুলি করলে শুকুর আলী নামে এক শিবিরকর্মী নিহত হন।

ওসি জানান, পুলিশের সঙ্গে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি।

(দ্য রিপোর্ট/এফআইবি/এফএস/এসবি/জেএম/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর