thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জয়দেবপুর রেলস্টেশনে পেট্রোলবোমা, আহত ১০

২০১৩ ডিসেম্বর ১৩ ১১:১১:২২
জয়দেবপুর রেলস্টেশনে পেট্রোলবোমা, আহত ১০

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে জামায়াত-শিবিরকর্মীরা। এ ঘটনায় পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ জানায়, সকাল ৭টা ৫০ মিনিটে একদল জামায়াত-শিবিরকর্মী লাঠিসোটা নিয়ে অতর্কিতে যাত্রীদের ওপর হামলা করে। এ সময় যাত্রীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। পরে জামায়াত-শিবিরকর্মীরা রেলস্টেশন মাস্টারের কক্ষের জানালা পাথর দিয়ে ভেঙে ভেতরে অন্তত ৩টি পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে স্টেশন মাস্টারের কক্ষ, টিকিট কালেক্টরের কক্ষ এবং নিয়ন্ত্রণ কক্ষ পুড়ে যায়। আহত হন স্টেশন মাস্টার জিয়াউদ্দিন, এসআই দুলাল আকন্দ, কনস্টেবল আনোয়ারসহ ১০ জন। আহতদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পেট্রোলবোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয় দুটি কম্পিউটারসহ পুরো সিগনাল সিস্টেম। এ ঘটনায় ঢাকা-রাজশাহী, ঢাকা-দিনাজপুর ও ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেনচলাচল বন্ধ রয়েছে। তবে ম্যানুয়াল সিস্টেমে ট্রেনচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার জিয়াউদ্দিন।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর