thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পাবনায় বাড়িতে আগুন ভাঙচুর

২০১৩ ডিসেম্বর ১৩ ১১:২৪:৪৭
পাবনায় বাড়িতে আগুন ভাঙচুর

পাবনা সংবাদদাতা : পাবনার আতাইকুলা থানার সোনাপুর গ্রামে এক আ’লীগ নেতার বাড়িসহ চারটি বাড়ি ভাঙচুর ও একটি বাড়িতে আগুন দিয়েছে জামায়াত সমর্থকরা। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পাওয়ার পর শুক্রবার সকাল দশটার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাতে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর সোনাপুর গ্রামের জামায়াত সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে গভীর রাতে আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শামসুল আলম মঞ্জু মাস্টারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় আশপাশের লোকজন গিয়ে আগুন নেভায়। এছাড়া পার্শ্ববর্তী মঞ্জু মাস্টারের অপর তিন ভাই শফিকুর রহমান, মন্টু ও মনিরুজ্জামানের বাড়িতেও ভাঙচুর চালায় হামলাকারীরা।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর