thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ফেরারি পাখিরা

২০১৩ ডিসেম্বর ১৩ ১১:৪৬:১২

দ্য রিপোর্ট ডেস্ক : আসছে শীতকাল। ফেরারি পাখিরা এরই মধ্যে নীড় ছেড়ে বাংলাদেশের মতো নাতিশীতোষ্ণ দেশগুলোতে আসতে শুরু করছে প্রাণ বাঁচানোর তাগিদে। এমনই কিছু পরিযায়ী পাখির যাত্রা নিয়ে এবারের আয়োজন।

নিউ মেক্সিকোর বোসকিউ দেল অ্যাপাচিতে শীতকালীন ঘাঁটি গাড়ার উদ্দেশে নানা জাতের পরিযায়ী পাখি। কোথাও ছুটি কাটাতে যাওয়ার সময় ঠিক এমন ভিড়ের কবলেই পড়ে মানুষ!

আলাস্কার ডেনালি ন্যাশনাল পার্কে বরফ আচ্ছাদিত পর্বতের ওপর দিয়ে গন্তব্যের উদ্দেশে একঝাঁক সারস।

পাখিরা চলতে চলতে ক্লান্ত তো হতেই পারে। তাই বিশ্রামের জন্য যাত্রা বিরতি নিচ্ছে একদল পরিযায়ী পাখি। ছবিটি ব্রিটেনের অ্যাভালন মারশেস এলাকায় তোলা।

পুরোপুরি শীত আসার আগেই পৌঁছাতে হবে নির্দিষ্ট গন্তব্যে। তাই আসন্ন রাত উপেক্ষা করেও বিরামহীন যাত্রা।

এক সময় শেষ হবে পাখিদের এই যাত্রা। গন্তব্যে পৌঁছাবে পাখিগুলো। শেষ হবে শীতও। ফেরারি পাখিরা কুলায় না ফিরলেও ফিরে যাবে এই পাখিগুলো। তবে আমাদের দেশে আসা অতিথি পাখিদের ওপর নেমে আসে শিকারির খড়গ। তাই তাদের নিরাপদে নিজেদের নীড়ে ফেরার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব আমাদেরই।

(দ্য রিপোর্ট/শাহ/কেএন/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর