thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

যে ১৩ শর্তে সমাবেশের অনুমতি

২০১৩ অক্টোবর ২৪ ২০:১৭:০০ ০০০০ 00 ০০ ০০:০০:০০
যে ১৩ শর্তে সমাবেশের অনুমতি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলীয় জোটকে ১৩টি শর্তে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি দেওয়ায় বিরোধী দলকে সমাবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ডিএমপি মিডিয়া সেল সেন্টারে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে বেনজীর আহমেদ বলেন, বিরোধী দলের ঢাকা ২৫ তারিখের সমাবেশকে নিয়ে তারা অনেক আপত্তিকর কথাবার্তা এবং ভয়ভীতি দেখানোর কারণে আমরা রাজধানীতে সমাবেশ নিষিদ্ধ করি। কিন্তু এ ব্যবস্থা নেওয়ার ফলে বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণ সমাবেশের প্রতিশ্রুতি দেওয়া হলে আমরা তাদের ২৫ তারিখ সমাবেশ করার অনুমতি প্রদান করি। তিনি আরও বলেন, বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার রাজধানীবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য বলেন। এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনসাধারণের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সর্বশক্তি নিয়োগ করে তা দমন করা হবে।

ডিএমপির ওই ১৩টি শর্ত হচ্ছে-

(১) শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরে সমাবেশ অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম ও মাইক ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে।
(২) সমাবেশ অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার জন্য পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করতে হবে।
(৩) সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বা সড়কে বা সড়কের পাশে মাইক/প্রজেকশন ব্যবহার করা যাবে না।
(৪) সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে, রাস্তায় বা ফুটপাতে কোথাও লোক সমবেত হওয়া যাবে না।
(৫) পুলিশ প্রশাসন কর্তৃক নির্ধারিত স্থানে মঞ্চ তৈরী করতে হবে এবং সমাবেশ অনুষ্ঠান ব্যতিত মঞ্চকে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না।
(৬) সোহরাওয়ার্দী উদ্যানে ভিতরে কোনো স্থাপনা কিংবা বৃক্ষরাজির কোনো ক্ষতিসাধন করা যাবে না।
(৭) সমাবেশ অনুষ্ঠান শুরুর ২ ঘণ্টা পূর্বে লোকজন সমবেত হওয়ার জন্য আসতে পারবে এবং ৫টায় শেষ করতে হবে।
(৮) অনুমোদিত সময়ের পূর্বে কিংবা পরে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশসহ রাস্তায় কোনো অবস্থাতেই সমবেত হওয়াসহ যান ও জন চলাচলে কোনোপ্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে পরবর্তীকালে কোনো ধরনের অনুষ্ঠানে অনুমতি দেওয়া হবে না।
(৯) সমাবেশ অনুষ্ঠান চলাকালে আইনশৃঙ্খলা পরিপন্থি ও জনস্বার্থ, রাষ্ট্র ও জননিরাপত্তা বিরোধী কার্যকলাপ করা যাবে না।
(১০) কোন ধরনের ব্যানার, ফেস্টুন বহনের আড়ালে লাঠি, রড, দা, কুড়াল,কাস্তে, বল্লম ও দেশীয় অস্ত্র ইত্যাদি ব্যবহার করা যাবে না।
(১১) মিছিলসহকারে সমাবেশস্থলে আসা যাবে না।
(১২) উল্লিখিত শর্তাবলী যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলিয়া গণ্য হবে।
(১৩) জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে ওই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

ডিএমপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জয়েন্ট কমিশনার ডিবি মনিরুল ইসলাম, ডিসি মিডিয়া মাসুদুর রহমান প্রমুখ।

(দিরিপোর্ট২৪/দিপু/আইজেকে/এমডি/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর