thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নাটোরে ট্রাক উল্টে নিহত ১

২০১৩ ডিসেম্বর ১৩ ১২:০০:১১
নাটোরে ট্রাক উল্টে নিহত ১

নাটোর সংবাদদাতা : নাটোরে গুড়ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকালে নাটোর-ঢাকা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলুল হক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজশাহী থেকে গুড়ভর্তি একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে নাটোর-ঢাকা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার খেজুরতলা এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই ট্রাকের হেল্পার বেলাল হোসেন ঘটনাস্থলেই মারা যান ও ট্রাকের ড্রাইভার শরিফুল আহত হন।

নিহত বেলাল হোসেন রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এপি/শাহ/এএস/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর