thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

শুক্রবার কোথায় কোন নাটক

২০১৩ ডিসেম্বর ১৩ ১২:৩৪:৫৩
শুক্রবার কোথায় কোন নাটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার সন্ধ্যায় মঞ্চায়ন হবে ‘রাজা রানী’, ‘অবাক দেশ ও বুড়ো’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ‘বিষাদ সিন্ধু’ নাটক মঞ্চস্থ হবে। শিল্পকলা একাডেমির নাট্যপরীক্ষণ হলে সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বল প্রযোজিত নাটক রাজা-রানী। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অবলম্বনে নির্মিত এ নাটকের নিদের্শনা দিয়েছেন জামাল উদ্দিন হোসেন। রাজা রানী নাটকের কাহিনী মূলত এক যাত্রাশিল্পী দম্পতিকে ঘিরে। এই দুই অভিনয় শিল্পীর সহজ-সরল জীবন হঠাৎ কঠিন আবর্তের মধ্যে প্রবেশ করে। যাত্রামঞ্চের অভিনেতা রাজা চরিত্রটি হঠাৎ নিজেকে বাস্তব জীবনের রাজা হিসেবে ভাবতে শুরু করেন। এই নিয়ে শুরু হয় নানা কাণ্ড। কখনও তা হাস্যকর পরিস্থিতির জন্ম দেয়। নাটটির কেন্দ্রীয় চরিত্র ‘জীবন লাল’-এর ভূমিকায় অভিনয় করছেন আসাদ কাদের। অন্যান্য চরিত্রে হেলেন হাসান, শেফালী পারভীন, তাজুল ইসলাম, হাফিজ আকাশ, সাঈদ রহমান, মুকুল পারভেজ, জিনিয়া হায়দার, রাইজুল ইসলাম, চঞ্চল সৈকত প্রমুখ।

একই সময়ে স্টুডিও থিয়েটারে মঞ্চায়ন হবে চারুনীড়ম থিয়েটার প্রযোজিত ‘অবাক দেশ ও বুড়ো’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যমন্ডলে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মীর মোশাররফ হোসেনের বিখ্যাত সৃষ্টি ‘বিষাদ-সিন্ধু’ অবলম্বনে নির্মিত এ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। এটি মঞ্চে আনছে অবয়ব নাট্যদল। পাণ্ডুলিপি তৈরি করেছেন শরীফ নাসিরুল্লাহ এবং নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ জসীম উদ্দিন। দলের ২৬তম প্রযোজনা এটি। একই স্থান ও সময়ে এর দ্বিতীয় প্রদর্শনী হবে শনিবার।

(দ্য রিপোর্ট/এমএ/শাহ/এমসি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর