thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

যশোরে এমপির পাম্প ও গাড়ি ভাঙচুর, ট্রাকে আগুন

২০১৩ ডিসেম্বর ১৩ ১২:৩৮:৪৬
যশোরে এমপির পাম্প ও গাড়ি ভাঙচুর, ট্রাকে আগুন

যশোর সংবাদদাতা : যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিনের একটি পেট্রোল পাম্প ও তিনটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা দুটি ট্রাক আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

পাম্পের কর্মচারীদের বরাত দিয়ে আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাভলু জানান, শুক্রবার ভোরে জামায়াত-শিবিরকর্মীরা সদর উপজেলার নতুনহাটের গাজীর দরগাহ ফিলিংস্টেশনে হামলা চালায়। এ সময় পাম্পের কর্মীরা ভয়ে অফিস কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এর পর জামায়াত-শিবির পাম্পের গ্লাস, ৫টি মেশিন, একটি বাসসহ তিনটি গাড়ি ভাঙচুর করে। এ সময় তারা দুটি ট্রাক আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

যশোরের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেশমা শারমীন জানান, পাম্পে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া একটি কাভার্ডভ্যান ও একটি মিনি ট্রাক আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো জানান, রাস্তায় গাছ থাকায় তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে এখন রাস্তা পরিষ্কার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান রেশমা শারমীন।

(দ্য রিপোর্ট/জেএম/শাহ/এসবি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর