thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

শুক্রবার শেষ হচ্ছে অস্কারজয়ী চলচ্চিত্র উৎসব

২০১৩ ডিসেম্বর ১৩ ১২:৫১:৫৬
শুক্রবার শেষ হচ্ছে অস্কারজয়ী চলচ্চিত্র উৎসব

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘দ্য মিলিয়ন পাউন্ড নোট’ চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে শুক্রবার শেষ হচ্ছে অস্কারজয়ী চলচ্চিত্র উৎসব। ছবিটির প্রদর্শনী সন্ধ্যা ৬টায় শুরু হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় গত শনিবার জাতীয় নাট্যশালার ‘ইন্টরন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ’-এ শুরু হয়। উদ্বোধনের পর থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন প্রদর্শিত হয় উইলিয়াম শেক্সপিয়ার রচিত ও ফ্রাঙ্কো জেফিরেলি পরিচালিত যুক্তরাজ্য ও ইতালিয়ান চলচ্চিত্র ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’, সিডনি হাওয়ার্ড রচিত ও ভিক্টর ফ্লেমিং পরিচালিত ‘গণে উইথ দ্য উইন্ড’, ডাল্টন ট্রাম্ব রচিত উইলিয়াম হুইলার পরিচালিত ‘রোমান হলিডে’, উইলিয়াম শেক্সপিয়ার রচিত ও লরেন্স অভিলার পরিচালিত চলচ্চিত্র ‘হ্যামলেট’, ডোরোথি ক্লার্ক উইলসোন রচিত ও সেসিল বি ডেমিলি পরিচালিত ‘দ্য টেন কোমান্ডমেন্টস’, আলেকজান্ড্রা ডুমাস পিরি রচিত, জর্জ সিডনি পরিচালিত ‘দ্য থ্রি মাসকেটারস।’

(দ্য রিপোর্ট/এমএ/শাহ/এমসি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর