thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

তিন বছর পর সুর করলেন আলম খান

২০১৩ ডিসেম্বর ১৩ ১৩:২৮:০৩
তিন বছর পর সুর করলেন আলম খান

দ্য রিপোর্ট ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সঙ্গীত পরিচালক আলম খান ফিরেছেন গানে। তিন বছর পর আবারও সুর করলেন তিনি। অসংখ্য জনপ্রিয় গানের সুরকার ও সঙ্গীত পরিচালক আলম খান শারীরিক অসুস্থতার কারণে গত তিন বছর ধরে নতুন কোনো গানের সুর করতে পারেননি।

শুক্রবার রাত ৮টায় এসএ টিভিতে প্রচারিত রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’- এর জন্য একটি থিম সং তৈরি করেছেন আলম খান। ‘বাংলা গানে বিশ্বজয় আমরা করবই/স্বপ্নের দিগন্তটা হাতে ধরবই’ এমন কথার গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি আইডলের শীর্ষ ১২ শিল্পী।

এ প্রসঙ্গে আলম খান বলেন, ‘তিন বছরেরও বেশি সময় পর কাজ করলাম। কর্তৃপক্ষের বিশেষ অনুরোধেই গানটি করা। সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। সবাই চেষ্টা করেছেন গানটিতে ভালোভাবে কণ্ঠ দিতে। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’

(দ্য রিপোর্ট/আইএফ/শাহ/এমসি/ডিসেম্বর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর