thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

সপ্তাহ শেষে সূচক ও লেনদেন বেড়েছে

২০১৩ ডিসেম্বর ১৩ ১৪:২১:২৪
সপ্তাহ শেষে সূচক ও লেনদেন বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করায় সপ্তাহ শেষে দেশের উভয় পুঁজিবাজারে সূচক, টাকার অংকে লেনদেন এবং বাজার মূলধন বেড়েছে। কমেছে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও)।

গত সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স ২৫ পয়েন্ট বেড়েছে, সোমবার ১২ পয়েন্ট কমেছে, মঙ্গলবার ৩৯ পয়েন্ট বেড়েছে, বুধবার ৪ পয়েন্ট বেড়েছে এবং সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৩৪ পয়েন্ট কমেছে। অর্থাৎ সপ্তাহ শেষে ২২ পয়েন্ট বা ০.৫২ শতাংশ বেড়েছে ডিএসইর ব্রড ইনডেক্স।

লেনদেন বেড়েছে ৪৯.২৭ শতাংশ বা ১ হাজার ৫৬ কোটি ১৪ লাখ ২৪ হাজার ৩৬৮ টাকা। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ১৯৯ কোটি ৬২ লাখ ৫৩ হাজার ২৫৮ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৪৩ কোটি ৪৮ লাখ ২৮ হাজার ৮৯০ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৯২ লাখ ৫০ হাজার ৬৫২ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪২৮ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৭৭৮ টাকা।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৭ লাখ ৪৩ হাজার ৪৬৮ হাওলা শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ৫ লাখ ৩৪ হাজার ৯৭ হাওলা শেয়ার লেনদেন হয়েছিল।

গত সপ্তাহে ডিএসইতে ‘এ’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ৮৪.৬৫ শতাংশ, ‘বি’ ক্যাটাগরির ৬.২১ শতাংশ, ‘এন’ ক্যাটাগরির ৭.৯৪ শতাংশ এবং ‘জেড’ ক্যাটাগরির ১.১৯ শতাংশ শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ২৯৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯০টির, কমেছে ৯৩টির, দর অপরিবর্তিত রয়েছে ১২টির এবং লেনদেন হয়নি ৪টি কোম্পানির।

সপ্তাহ শেষে ডিএস-৩০ সূচক কমেছে ০.৫১ শতাংশ বা ৭.৫৭ পয়েন্ট।

গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ০.০৫ শতাংশ। সপ্তাহের প্রথম কার্যদিবস বাজার মূলধন ছিল ২ লাখ ৬৫ হাজার ৮৭৭ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৪৪৯ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক ৬৪ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৮৮ লাখ ৯ হাজার ৫৫৫ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর