thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

চট্টগ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

২০১৩ ডিসেম্বর ১৩ ১৫:৪০:২৪
চট্টগ্রামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

চট্টগ্রাম সংবাদদাতা : মিরসরাইয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা। শুক্রবার সকাল ১১টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশের হাতে ছেলে সেলিমকে (২৮) তুলে দেন বাবা নূরুল ইসলাম। তার বাড়ি উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাপাহাড় গ্রামে।

সেলিমের বাবা নূরুল ইসলাম জানান, সেলিম তার বড় ছেলে। গত কয়েক মাস যাবৎ সে মাদক সেবন করে ঘরে এসে পরিবারের সদস্যদের মারধর করে। বৃহস্পতিবার রাতে সেলিম মাদক সেবন করে ঘরে এসে তার ছোট ভাইকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। ভাইকে আঘাত করতে না পেরে সে ঘরের আসবাবপত্র তছনছ করে। তার নির্যাতনের মাত্রা বেড়ে গেলে সকালে বাড়ির সবাই মিলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলমগীর বলেন, সেলিমের বাবার কথায় তাকে (সেলিমকে) আটক করেছি।

(দ্য রিপোর্ট/কেএইচ/রা/এএস/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর