thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

পাবনায় গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

২০১৩ ডিসেম্বর ১৩ ১৫:৫১:৫০
পাবনায় গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাবনা সংবাদদাতা : কাদের মোল্লার রায় কার্যকর করার প্রতিবাদে শুক্রবার পাবনায় গাছ, গাছের গুঁড়ি ও ইট ফেলে মহাসড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ এবং ৫টি যানবাহন ভাঙচুর করে আগুন দিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। এ ছাড়া পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে পাবনা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গাছ, গাছের গুঁড়ি ও ইট ফেলে অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির সমর্থকরা। এ ছাড়া একটি আখ পরিবহনকারী ট্রাক্টরসহ ৫টি যানবাহন ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা।

পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয় জামায়াত-শিবিরকর্মীদের। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার বেলা ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাবনা-নগরবাড়ী মহাসড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

(দ্য রিপোর্ট/এসআর/রা/এএস/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর