thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিচ হ্যাচারী

২০১৩ ডিসেম্বর ১৩ ১৬:০৩:৫০
সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিচ হ্যাচারী

দ্য রিপোর্ট প্রতিবেদক: তিন কার্যদিবস দর বাড়ার কারণে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের বিচ হ্যাচারী লিমিটেড। সপ্তাহজুড়ে এ শেয়ারের দর বেড়েছে ৩৭.২১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস বিচ হ্যাচারী দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকায় উঠে আসে।

এর মধ্যে বুধবার তালিকার শীর্ষে উঠে আসে কোম্পানিটি। এ দিন এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯.৯৬ শতাংশ বা ২.৭ টাকা বাড়ে। এছাড়া মঙ্গলবারও দর বাড়ার শীর্ষ তালিকায় উঠে আসে কোম্পানিটি। এ দিন এ শেয়ারের দর ৯.২৭ শতাংশ বা ২.৪ টাকা বেড়েছে। সোমবার বিচ হ্যাচারীর দর বেড়েছে ৯.৬৯ শতাংশ বা ২.২ টাকা।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার এ শেয়ারের দর আগের দিনের চেয়ে ০.১ টাকা বেড়ে সর্বশেষ লেনদেন হয়েছে ২৯.৫০ টাকায়।

সপ্তাহজুড়ে এ কোম্পানির ২৯ কোটি ৭৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৫ কোটি ৯৫ লাখ ২৮ হাজার ২০০ টাকা।

‘এ’ ক্যাটাগরির বিচ হ্যাচারী ২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৩৪ কোটি ৪৩ লাখ টাকা। এর মোট ৩ কোটি ৪২ লাখ ৮৬ হাজার ৫৬০টি শেয়ারের মধ্যে উদোক্তা পরিচালক ৩৫.০১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৯.৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৫.৪৯ শতাংশ শেয়ার।

(দ্য রিপোর্ট/এইচকে/লতিফ/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর