thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সিআইডি অফিসে হাজতির আত্মহত্যা

২০১৩ ডিসেম্বর ১৩ ১৬:৩৪:৪১
সিআইডি অফিসে হাজতির আত্মহত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মালিবাগে সিআইডি অফিসে হাজতি তানভীর আহম্মদ শরিফ আত্মহত্যা করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিল জানান, বৃহস্পতিবার রাতের যে কোনো সময়ে তিনি আত্মহত্যা করেন। শুক্রবার ভোর ৬টা ৪৯ মিনিটে হাজতখানার নিরাপত্তাকর্মী তার রুমে দেখতে গেলে তাকে না পেয়ে খোঁজা শুরু করে। এরপর সিআইডি বাংলাদেশ অফিসের চতুর্থ তলার ২নং কক্ষে গিয়ে দেখা যায় লোহার দরজার সঙ্গে নিজের পরিহিত লুঙ্গি দিয়ে ঝুলে আছে। তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যায় নিরাপত্তকর্মীরা। সেখানে কর্তব্যরত ডাক্তার নুসরাত শামীম তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার এসআই মোরশেদ মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/নূরু/এফএস/এমসি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর