thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় রেলের প্রধান নিয়ন্ত্রক বরখাস্ত

২০১৩ ডিসেম্বর ১৩ ১৬:৩৭:৫৯
বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় রেলের প্রধান নিয়ন্ত্রক বরখাস্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : গণমাধ্যমে ভুল তথ্য দেওয়ার অভিযোগে ঢাকার রেলের প্রধান নিয়ন্ত্রক (ট্রাফিক) মো. জহিরুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার দুপুরে রেলের তথ্য অফিসার মো. শরিফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রেল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক থাকার পরও সংবাদ মাধ্যমে ভুল তথ্য প্রদানের করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করায় রেলপথমন্ত্রী মুজিবুল হক সাময়িক এ বরখাস্তের নির্দেশ দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর সহিংসতার আশঙ্কায় দেশের সকল রেল যোগাযোগ স্থগিত রাখা হয়েছে বলে গণমাধ্যমে জানান জহিরুল হক।

(দ্য রিপোর্ট/আরএইচ/নূরু/জেএম/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর