thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

সাপ্তাহিক লুজারে লিবরা ইনফিউশন

২০১৩ ডিসেম্বর ১৩ ১৭:৪২:৪৩
সাপ্তাহিক লুজারে লিবরা ইনফিউশন

দ্য রিপোর্ট প্রতিবেদক : গত সপ্তাহে লেনদেন শেষে লুজারের শীর্ষে চলে এসেছে লিবরা ইনফিউশন কোম্পানি। এছাড়া কোম্পানিটি ৯ ডিসেম্বরে লুজারের শীর্ষস্থান দখল করে।

‘এ’ ক্যাটাগরির লিবরা ইনফিউশনের শেয়ার দর গত সপ্তাহে ১৩.৯৫ শতাংশ হ্রাস পেয়ে লুজারের শীর্ষস্থান দখল করে। এসময় ৫ কার্যদিবসে কোম্পানির মোট ১৫ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ৩ লাখ ১১ হাজার টাকার। বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারটির দর রয়েছে ৩৯৩ টাকায়।

১৯৯৪ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে লভ্যাংশ প্রদান করে আসছে। আর ২০১২ সালে ২০ শতাংশ লভ্যাংশ প্রদান করেছে। তাছাড়া ২০১৩ সালে ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

কোম্পানির মোট ১২ লাখ ৫১ হাজার ৬ শত শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪৮.২৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২.৮৬ শতাংশ ও বাকি ৪৮.৮৬ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/নূরু/এইচএসএম/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর