thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নয়াপল্টনে বিএনপির মঞ্চ তৈরির সরঞ্জাম জব্দ

২০১৩ অক্টোবর ২৪ ২০:৫৬:৪৩
নয়াপল্টনে বিএনপির মঞ্চ তৈরির সরঞ্জাম জব্দ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির নয়াপল্টন কার‌্যালয়ের সামনে থেকে মঞ্চ বানানোর সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ৮টায় এ ঘটনা ঘটে।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ দিরিপোর্ট২৪কে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে বিএনপিসহ ১৮ দলীয় জোটকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেটা সোহরাওয়ার্দী উদ্যানে, নয়পল্টনের তাদের কার‌্যালয়ের সামনে নয়।

তিনি আরো জানান, রাত ৭টা থেকে বিএনপিকর্মীরা মঞ্চ তৈরির সরঞ্জাম সেখানে আনতে শুরু করে। বিষয়টি নজরে আশায় তা সরানোর উদ্যোগ নেওয়া হয়।

বিএনপি ডিএমপির আদেশের তোয়াক্কা না করে অবৈধভাবে মঞ্চ তৈরির উদ্যোগ নেওয়ায় সরঞ্জাম জব্দ করে পল্টন থানায় নিয়ে আশা হয় বলে জানান পুলিশের এ মুখপাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চারটি ভ্যানে রাখা বাঁশ, ত্রিপল, মাইকসহ অন্যান্য সরঞ্জাম পুলিশ জব্দ করে নিয়ে যায়। কার‌্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(দিরিপোর্ট২৪/দীপু/এমএআর/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর