thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘ম্যান্ডেলার মৃত্যু কেবল শোকের নয়, শিক্ষার’

২০১৩ ডিসেম্বর ১৩ ১৮:৫৫:৩৬
‘ম্যান্ডেলার মৃত্যু কেবল শোকের নয়, শিক্ষার’

ঢাবি প্রতিবেদক : বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি, দক্ষিণ আফ্রিকার গণমানুষের মহান নেতা, স্বাধীনতা, মুক্তি, শান্তি ও প্রগতির আন্দোলনের অগ্রসেনানী নেলসন ম্যান্ডেলার মৃত্যু কেবল শোকের নয়, শুধু শ্রদ্ধা নিবেদনের জন্য নয়, শিক্ষারও। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ঐক্যের বন্ধন সুদৃঢ় করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে শুক্রবার সকালে বাংলাদেশের আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘একজন অসীম সাহসী মানুষ হিসেবে নিজ দেশের সীমানা অতিক্রম করে সারা বিশ্বের নেতা হিসেবে গণ্য হয়েছেন ম্যান্ডেলা। সাম্প্রদায়িকতা ও বর্ণবাদের বাইরে এসে তিনি সব আফ্রিকার মানুষকে এক করেছেন। জীবন সংগ্রামের লড়াইয়ে যত রূপ রয়েছে সবগুলো পথ পাড়ি দিয়েই সারা বিশ্বের মানুষের মন জয় করেছেন তিনি।’

গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর তার গানের মাধ্যমে ম্যান্ডেলাকে স্মরণ করে বলেন, ‘ম্যান্ডেলা ছিলেন সারা বিশ্বের মানুষের কাছে এমন একজন মানুষ, যিনি মৃত্যুর পর কাঁদিয়ে গেছেন সব মানুষের হৃদয়।’

বিশিষ্ট কথা সাহিত্যিক সেলিনা হেসেন ম্যান্ডেলার দু’টি শর্ত বিশ্লেষণ করে বলেন, ‘ম্যান্ডেলা সমাজ পরিচালনার জন্য দু’টি শর্ত প্রদান করেছিলেন। তা হলো প্রতিরোধের জায়গা ও সমঝোতার জায়গা। এ দু’টি বিষয় দিয়েই তিনি সমাজকে সঠিকভাবে পরিচালনার কথা বলেছেন।’

তিনি আরও বলেন, ‘মানবাধিকার প্রতিষ্ঠা করা ছিল ম্যান্ডেলার স্বপ্নের সাধনা। আজকে আমাদের দেশে কোনো শান্তি নেই, গণতন্ত্র নেই যা মানবাধিকার প্রতিষ্ঠা করার মূল অন্তরায়। আমাদের দেশের মানুষের উচিত ম্যান্ডেলার জীবনকে আদর্শ হিসেবে মেনে সমাজে সবার মানবাধিকার প্রতিষ্ঠা করা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ ম্যান্ডেলার আদর্শকে বিপ্লবী মানবতার সঙ্গে তুলনা করে বলেন, ‘বিপ্লবের উদ্দেশ্য নিষ্ঠুরতা নয়, মানবমুক্তি। যা বর্তমান মানবসমাজে পাওয়া যায় না। এটি সত্যিই হৃদয়কে ব্যথিত করে।’

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান ম্যান্ডেলাকে গৌরবের সঙ্গে স্মরণ করে বলেন, ‘তাকে শুধু কৃষ্ণাঙ্গ ও বর্ণবাদবিরোধী নেতা বললে ভুল হবে, তিনি ছিলেন সারাবিশ্বের সব শ্রেণীর মানুষের নেতা। তিনি তার রাষ্ট্রে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যেখানে সব মানুষের মধ্যে থাকবে বন্ধুত্ব ও পরমতসহিষ্ণুতা।’

তিনি বলেন, ‘ম্যান্ডেলা আমাদের যে মুক্তির পথ দেখিয়েছেন, সম্মানের সঙ্গে বাঁচার পথ দেখিয়েছেন, সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধাভাবে তা স্মরণ করবে।’

আলোচনাসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক বিশ্লেষক সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী, অধ্যাপক কাজল ব্যানার্জী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজিম উদ্দিন খান, আপসো’র নির্বাহী সম্পাদক হাসান তারিক চৌধুরী প্রমুখ।

(দ্য রিপোর্ট/জেএইচ/নূরু/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর