thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

মাশরাফি শঙ্কামুক্ত; তবে...

২০১৩ ডিসেম্বর ১৩ ১৯:৪৮:১৬
মাশরাফি শঙ্কামুক্ত; তবে...

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের অন্যতম পেসার মাশরাফি বিন মোর্তুজাকে নিয়ে শঙ্কা নেই, কেটে গেছে। ঠিক এমন তথ্যই জানিয়েছে বিসিবি।

শুক্রবার বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম মাশরাফির বরাত দিয়ে জানিয়েছেন, ‘মাশরাফি ভালো আছেন। একটু ব্যথা পেয়েছিলেন। ফিজিওর সঙ্গে কথা বলেছি। এখন কোনো সমস্যা নেই।’

বিসিবির চিকিৎসক মনিরুল আমিনও জানিয়েছেন তেমন; বলেছেন, ‘সিরিয়াস কিছু না। আমাদের ফিজিও বিভব সিংয়ের তত্ত্বাবধানে রয়েছেন মাশরাফি।’

দ্বিতীয় ম্যাচে গত বৃহস্পতিবার ১১তম ওভারের প্রথম বলে মুমিনুলকে কট অ্যান্ড বোল্ড করেছেন মাশরাফি। স্ট্যাম্পের মধ্যে থাকা মাশরাফির বলটি সামনে পুশ করেছিলেন মুমিনুল। ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দী করেছেন মাশরাফি। পরে আরও একটি ওভার বোলিং করেছেন নড়াইল এক্সপ্রেস। কিন্তু ফিল্ডিংয়ের সময় খানিকটা ব্যথা পেয়ে মাঠ ছেড়েছিলেন মাশরাফি। সেই দৃশ্য কারও দৃষ্টি এড়ায়নি। দ্বিতীয় ম্যাচ শেষে মাশরাফি বিন মতুর্জা বলেছিলেন শঙ্কার কথা। বলেছিলেন, ‘কিছুটা ব্যথা পেয়েছি। ঠিক কী হয়েছে এখন বুঝতে পারছি না। কাল (শুক্রবার) বুঝতে পারবো।’ তখনই তাকে ঘিরে অনাগত শঙ্কা সৃষ্টি হয়েছিল।

মাশরাফির ক্যারিয়ার বারবার চোটের কারণে ব্যাহত হয়েছে। অদম্য স্পৃহা এবং ইস্পাতদৃঢ় মনোবলে প্রাণিত হয়েই মাশরাফি বারবার উইকেটে ফিরে এসেছেন। আবার চোট, আবার শঙ্কা! সব শঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন তার পক্ষে বিসিবি। কিন্তু আসলেই কি শঙ্কা মুক্ত মাশরাফি; উড়ছে সেই কথাও! তবে শনিবার তিনি খেলছেন কিনা তা নিশ্চিত করেনি বিসিবি।

(দ্য রিপোর্ট/এমএ/নূরু/এএস/সিজি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর