thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন বিএনপি নেতারা

২০১৩ ডিসেম্বর ১৩ ২০:০১:৩৭
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন বিএনপি নেতারা

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনকালীন সরকার প্রশ্নে বিরোধের মীমাংসায় তৃতীয় দিনের মতো সংলাপ বৈঠক করেছে বিএনপি ও আওয়ামী লীগ। শুক্রবার বিকেল সোয়া ৪টা থেকে সোয়া ৬টা পর্যন্ত দল দুটির সাধারণ সম্পাদক, মহাসচিবসহ সিনিয়র নেতারা গুলশানে ইউএনডিপির একটি প্রজেক্ট অফিসে আলোচনা করেন।

বৈঠক শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সরাসরি চলে যান দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি ও চেয়ারপারসনের আরেক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ। এসব নেতা সেখানে বেশ কিছুটা সময় নিজেদের মধ্যে বৈঠক করেন।

এরপর তারা আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের আলোচনার অগ্রগতি দলের প্রধান খালেদা জিয়াকে জানাতে তার বাসভবনে যান। সেখানে খালেদা জিয়ার সঙ্গে নেতাদের বৈঠক হয়।

এর আগে, আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের কাছে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা নির্দলীয় সরকারের অধীনে নিরেপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তিনদিন কথা বলেছি। আমরা কতগুলি সুনির্দিষ্ট প্রস্তাব সরকারের কাছে দিয়েছি। সরকারের পক্ষ থেকেও কতগুলি প্রস্তাব আমাদের দেওয়া হয়েছে। আমরা এ প্রস্তাব গুলো নিয়ে আমাদের নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে আলোচনা করবো। পরবর্তীতে আমরা আবার বসবো।

(দ্য রিপোর্ট/ টিএস-এমএইচ/ নূরু/এমডি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর