thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

শুরু হয়ে গেছে, শনিবার উদ্বোধন!

২০১৩ ডিসেম্বর ১৩ ২০:২০:৫৬
শুরু হয়ে গেছে, শনিবার উদ্বোধন!

দ্য রিপোর্ট প্রতিবেদক : শুক্রবার শুরু হয়েছে বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট। প্রথম দিনেই সেনাবাহিনী, তিতাস গ্যাস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নৌবাহিনী ও বিমানবাহিনী জয় পেয়েছে। অথচ শনিবার এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করবেন ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

সূচনা দিনে মোট ৬টি খেলা হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী ২৫-০৮, ২৫-১২ এবং ২৫-১৫ পয়েন্টে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশকে। অন্যদিকে তিতাস গ্যাস ২৭-২৫, ১৮-২৫, ২৫-২১ এবং ২৫-১৭ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৬-২৪, ২৫-১৪ ও ২৫-১৬ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বিপক্ষে। আর বাংলাদেশ বিমানবাহিনী ২৫-২৩,২৫-১৭ ও ২৫-১২ পয়েন্টের ব্যবধানে সহজ জয় পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের বিপক্ষে।

এ ছাড়া নৌবাহিনী ২৫-১৯,২৫-২১ ও ২৫-১৬ পয়েন্টে জয় পেয়েছে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। দিনের ৬ষ্ঠ ও শেষ খেলায় তিতাস গ্যাস ২৫-১৮,২৫-২৩ ও ২৫-২২ পয়েন্টে হারিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে।

(দ্য রিপোর্ট/এএস/নূরু/সিজি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর