thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

আরেক ধাপ উন্নতি জামাল হোসেনের

২০১৩ ডিসেম্বর ১৩ ২০:৪১:২৭
আরেক ধাপ উন্নতি জামাল হোসেনের

দ্য রিপোর্ট প্রতিবেদক : পিজিটিআই প্লেয়ার্স চ্যাম্পিয়নশিপে তৃতীয় রাউন্ডে একধাপ এগিয়েছেন জামাল হোসেন মোল্লা। লিডার্স বোর্ডের তৃতীয় স্থান থেকে দ্বিতীয়স্থানে উঠেছেন বাংলাদেশের এই গলফার।

ভারতের নয়ডা গলফ কোর্সে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অন্য ২ বাংলাদেশির মধ্যে শাখাওয়াত হোসেন সোহেল আগের চেয়ে ২ ধাপ এগিয়ে যৌথভাবে ২২তম স্থানে উঠেছেন। আর কিছুটা পিছিয়ে ৪৭তম স্থানে নেমে গেছেন রেজাউল করিম।

তৃতীয় রাউন্ডে পার অনুযায়ী খেলতেই হিমশিম খেতে হয়েছে গলফারদের। স্থানীয় ও বিদেশি তারকাদের কেউই সুবিধা করতে পারেননি। পিজিটিআই র‌্যাংকিংয়ের ষষ্ঠস্থানে থাকা জামাল দিনের শুরুটা করেছিলেন ভালভাবেই। শেষদিকে খেই হারিয়ে ফেলেছেন। প্রথম, তৃতীয় ও অষ্টম হোলে বার্ডি পেলেও বিপরীতে ১৩ থেকে ১৬তম পর্যন্ত টানা ৪টিসহ মোট ৬টি বোগি করেছেন নির্ধারিত ১৮ হোলের খেলায়। ফলে তৃতীয় রাউন্ড শেষ করতে ৭৫টি শটের প্রয়োজন হয়েছে।

৩ রাউন্ডের যোগফলে পার অনুযায়ী খেলে নেপালের শিবরাম শ্রেষ্ঠ এবং ভারতের রাজু আলী মোল্যা ও রঞ্জিত সিংয়ের সঙ্গে যৌথভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন জামাল। বাংলাদেশের সোহেল তৃতীয় রাউন্ডে পারের চেয়ে ২ শট বেশি (৭৪ শট) খেলেছেন। আর রেজাউল খেলেছেন ৭৮ শটে।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর