thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

মৌসুমীর কবিতার কর্মশালা

২০১৩ ডিসেম্বর ১৩ ২১:০০:৪৩
মৌসুমীর কবিতার কর্মশালা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রওনক রিপন পরিচালিত ‘কবিতার কর্মশালা’ নাটকে অভিনয় করবেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তার সঙ্গে জুটি বাধবেন এ সময়ের আলোচিত অভিনেতা শ্যামল মাওলা।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক সাদাসিধে ছেলে শ্যামল ও অত্যাধুনিক মেয়ে মৌসুমীর অদ্ভুত প্রেমের গল্প ‘কবিতার কর্মশালা’। শ্যামল মৌসুমীকে ভালবাসার কথা বলতে যায়। মৌসুমী তাকে বলে, ভালবাসতে হলে শ্যামলকে কবি হতে হবে। শ্যামল পড়ে দ্বিধা-দ্বন্দ্বে। কবি হওয়া তো সহজ নয়। সে বিভিন্ন পন্থা অবলম্বন করে, কিন্তু? কী হয় বা কী হবে-তা নাটকটি নির্মিত হওয়ার পর প্রচার হলে দর্শক দেখতে পাবে।

‘কবিতার কর্মশালা’নাটকটি নিয়ে পরিচালক রিপন বলেন, ‘আমি এ নাটকের শুটিং করব জানুয়ারি মাসে। বর্তমানে পাণ্ডুলিপি রচনার কাজ চলছে। নাটকটির কাহিনী ও চিত্রনাট্য করেছেন শিবু কুমার শীল। এর মধ্যে শ্যামল ও মৌসুমীর সঙ্গে কথা হয়ে গেছে। ওরা অভিনয় করতে রাজি হয়েছে। চ্যানেলের সঙ্গেও কথাবার্তা চলছে।’

পরিচালনার পাশাপাশি নাটকটি প্রযোজনা করছেন রওনক রিপন। নাটকটি রূপকথা মিডিয়া কমিউনিকেনের দ্বিতীয় প্রযোজনা। এর আগে ‘রোদের অর্কেস্ট্রা’শিরোনামে একটি নাটক নির্মাণ করেছিলেন তিনি।

(দ্য রিপোর্ট/আইএফ/এনডিএস/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর