thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন

২০১৩ ডিসেম্বর ১৩ ২১:০৯:৩৭
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘পাকিস্থান বাহিনীর দোসর জামায়াত-শিবিরকে নিশ্চিহ্ন করতে পারলে আমরা জাতি হিসেবে পৃথিবীর ইতিহাসে উন্নতির চরম শিখরে পৌছাতে পারবো’- বলে মন্তব্য করেছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আবার একাত্তরের মতো যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এ যুদ্ধে আামাদের জয়ী হতেই হবে।’

শামসুজ্জামান আরো বলেন, ‘একাত্তরের পাকিস্তানি বাহিনীর দোসর জামায়াত-শিবির এ দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। এর অংশ হিসেবে তারা ১৯৭১ সালে এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। কিন্তু তারা বোঝেনি ব্যক্তির মৃত্যু হয় কিন্তু আদর্শের কখনো মৃত্যু হয় না।’

এ দেশের বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি এ দেশের বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে বলছি, আপনারা বেঁচে থাকতে এ দেশে যেন আর একজন শিবিরেরও জন্ম না হয়। কারণ জামায়াত-শিবির আবার এ দেশের ক্ষমতায় আসলে আমাদের আবার গোলামী করতে হবে।’

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে অনুষ্ঠিত মানববন্ধন ও মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান, সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ঢাকা মহানগর শাখার সভাপতি চিত্তরঞ্জন দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী।

(দ্য রিপোর্ট/ এএইচএস/এমএইচও/এমডি/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর