thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৭ জমাদিউল আউয়াল 1446

গেরিলার ডিভিডির মোড়ক উন্মোচন

২০১৩ ডিসেম্বর ১৩ ২১:১৮:৫৫
গেরিলার ডিভিডির মোড়ক উন্মোচন

দ্য রিপোট প্রতিবেদক : বিজয়ের মাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নাসির উদ্দিন ইউসুফের মুক্তিযুদ্ধভিত্তিক ‘গেরিলা’ চলচ্চিত্রের ডিভিডির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেলো।

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় মোড়ক উন্মোচন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু।

এ সময় উপস্থিত ছিলেন- চলচ্চিত্রটির পরিচালক নাসির উদ্দিন ইউসুফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, গেরিলার প্রযোজক এশা ইউসুফ, লেজার ভিশনের চেয়ারম্যান একেএম আরিফুর রহমান, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম ও গেরিলা চলচ্চিত্রের কলা-কুশলী, সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস প্রযোজিত গেরিলা একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র। এতে অভিনয় করেন- জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, পীযুষ বন্দোপাধ্যায়, শম্পা রেজা, মিনারা জামান, এসএম মহসিন, আহমেদ রুবেল, শতাব্দী ওয়াদুদ, কচি খন্দকার, মাসুম আজিজসহ আরও অনেকে।

চলচ্চিত্রটির চিত্রগ্রহণে সমীরন দত্ত, সম্পাদনায় সমীর আহমেদ ও সংগীত পরিচালনা ও পোশাক পরিকল্পনায় শিমুল ইউসুফ। চলচ্চিত্রটির ব্লু-রে, ডিভিডি ও ভিসিডি আকারে দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএ/এনডিএস/ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর