thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

চট্টগ্রামে সাত এমপি নির্বাচিত

২০১৩ ডিসেম্বর ১৩ ২১:৫৪:৩৫
চট্টগ্রামে সাত এমপি নির্বাচিত

চট্টগ্রাম সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সাতটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ প্রার্থী নির্বাচিত হয়েছেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এসব এলাকায় কোনো প্রার্থী না থাকায় জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুল মান্নান শুক্রবার সন্ধ্য ৭টায় তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।

এদের মধ্যে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম -৬ আওয়ামী লীগ নেতা এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-১০ নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আফসারুল আমিন এবং চট্টগ্রাম -১৪ আসনে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী।

এছাড়া জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ এবং জাসদের কার্যকরী কমিটির সভাপতি মাঈন উদ্দিন খান বাদল চট্টগ্রাম-৮ আসনে নির্বাচিত হয়েছেন।

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/ডিসেম্বর ১৩,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর